আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে সোহরাওয়ার্দী উদ্যান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ চলছে। এই মহাসমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের আশপাশের প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। কাউকে সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।
শুধু তাই নয়, সমাবেশ ঘিরে পুরো উদ্যানের চারপাশে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্বরত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের প্রতিটি প্রবেশপথে লোহার বেড়া দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বাড়তি সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি, বোম্ব ডিসপোজাল ইউনিট, রায়ট কার, এপিসি, ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কাজে ব্যবহৃত সব আধুনিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে সেনা সদস্যদের অবস্থানও দেখা গেছে বিভিন্ন স্থানে।
ডিএমপি থেকে বলা হয়েছে, সমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন। বহু লোকেজর সমাবেশে হবে। এ কারণে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
পোশাকধারী পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাকেও রয়েছেন। সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, যেকোনো ধরনের অবস্থা মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে পুলিশ সমাবেশস্থল ও আশপাশে অবস্থান করবে। টহল টিম সার্বক্ষণিক কাজ করবে।
উদ্যানের আশপাশে কয়েকটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, সেগুলো থেকে গতিবিধি মনিটর করা হবে। পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকেও নির্দেশনা দেওয়া হবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।
ডিএমপির সদস্য ছাড়াও ঢাকা জেলা পুলিশ ও গাজীপুর, নারায়ণগঞ্জের পুলিশ সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাবের গোয়েন্দা দলসহ ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং আশপাশের র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে র্যাবের হেলিকপ্টার উইং।