ক্লিন হার্ট অপারেশনে শত শত যুবলীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে : নানক
যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান ক্লিন হার্ট অপারেশনের নামে শত শত যুবলীগ নেতাকর্মী হত্যা করেছিলেন। আজকে তারা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে আতঙ্ক ছড়াতে চান। তাদের যথাযথ জবাব দিতে প্রস্তুত এই যুব সমাজ।
আজ শুক্রবার বিকেলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে এসব কথা বলেন নানক।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে হাজির হন। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপরে তাঁকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হওয়ার পরে নেতাকর্মীদের উৎফুল্ল দেখা গেছে।
আজ সকাল থেকেই এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যুবলীগের হাজার হাজার নেতাকর্মী মিছিল-স্লোগানে মুখরিত করে রাখেন উদ্যানের চারপাশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন।
সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের হাতে শোভা পায় জাতীয় পতাকা, যুবলীগের সাংগঠনিক পতাকা ও নানা রংয়ের প্ল্যাকার্ড। মিছিল আর বাদ্যযন্ত্রে চারপাশ মাতিয়ে রাখেন তারা। এ ছাড়া প্রতিটি জেলা থেকে আসা নেতাকর্মীদের রয়েছে পৃথক রঙের টি-শার্ট ও হরেক রকম ক্যাপ। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে মিছিল-শোডাউনও করেন নেতাকর্মীরা।