বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা কমার পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে সুস্পষ্ট লঘুচাপটি প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। এটি আগামী দু-তিনদিনের মধ্যে ভারতের তামিলনাড়ু ও চেন্নাই উপকূল হয়ে আরব সাগরের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে, আগামী তিন দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।