ফাইনালে উড-মালান অনিশ্চিত, দুশ্চিন্তায় ইংল্যান্ড
ইংলিশ পেসার মার্ক উড এবং টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানের ফাইনাল খেলা অনিশ্চিত। সুপার টুয়েলভে খেলার সময়ে চোট পেয়েছিলেন তাঁরা। তাতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও মাঠে নামতে পারেননি উড এবং মালান। কোচ ম্যাথু মট তাদেরকে মাঠে নামানো ঝুঁকি হিসেবে দেখছেন।
আগামীকাল রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুপুর ২টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেমিতে এ দুই খেলোয়াড়ের পরিবর্তে ক্রিস জর্ডান এবং ফিল সল্টকে একাদশে রাখা হয়েছিল।
ইংলিশ কোচ মট বলেছেন, ‘এটা হতাশাজনক ফাইনালের মতো এত বড় খেলায় উড এবং মালান থাকবেন না। গত কয়েক মাস ধরে তাঁরা দলের হয়ে খুব ভালো করছে। তাঁদের কাছে আমাদের অনেক আশা আছে। তবে চোট পাওয়া খেলোয়াড়দের বড় খেলায় নেওয়া সত্যিকারের ঝুঁকি এবং এজন্য তাদের অনেক ক্ষতি হতে পারে।’
তবে পেসার মার্ক উড বলেছেন, ‘আমি জানি না ফাইনালের আগে আমি সুস্থ হয়ে উঠতে পারব কি না। তবে অধিনায়ক যদি মনে করেন আমাকে দরকার, তখন আমি অন্য সবার মতো খেলার জন্য প্রস্তুত থাকব।’
এদিকে ঝুঁকি এড়াতে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট এই মুহূর্তে উড এবং মালানকে মাঠে নামাতে অনিচ্ছুক। রোববার মাঠে নামার আগে একমাত্র অনুশীলন সেরেছে ইংল্যান্ড ক্রিকেট দল।