ভারতের বিদায়ে পানির দামে মিলছে ফাইনালের টিকেট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হয়ে নাম লেখায় ভারত। বিশ্বকাপের প্রথম পর্বেও দারুণ ছন্দে দেখা যায় বিরাট কোহলিদের। তাতে অনেকেই ফাইনালে ভারতকে দেখেছেন। সেই ভাবনায় ভারতীয় ভক্তরা চড়া দামে টিকেটও কিনে রেখেছিলেন।
কিন্তু ভারতীয় দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি। সেমিফাইনালের বাধা পার হতে পারেনি ভারত। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে হেঁটেছে বাড়ির পথে। নিজ দল না থাকায়, ফাইনাল নিয়ে নিয়ে আগ্রহও আর নেই ভারতীয় ভক্তদের। তাইতো অগ্রিম কিনে রাখা টিকেট এখন পানির দামে বিক্রি করছেন তারা।
আগামীকাল রোববার মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, ম্যাচটির টিকেট মাত্র ১০ অস্ট্রেলীয় ডলারেই এখন পাওয়া যাচ্ছে। ভারতীয় ভক্তরা অগ্রিম টিকেটগুলো অল্প দামে বিক্রি করে দিচ্ছেন।
গত বৃহস্পতিবার ভারতের হারের পরই সোশ্যাল মিডিয়াতে একটি টিকিট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। টিকেটের সঙ্গে বিনামূল্যে লাঞ্চ ও বিয়ারের প্রতিশ্রুতি দিচ্ছেন।