বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। ব্যাটে বলে দলবদ্ধ পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
ক্রিকেট দলগত খেলা হলেও ব্যক্তিগত ফর্মের প্রয়োজনীয়তারও শেষ নেই। ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে দল হিসেবে ভারত ব্যর্থ হলেও ব্যাট হাতে নিজেকে ফিরে পেয়েছেন বিরাট কোহলি।
বিশ্বকাপ শুরুর আগে তাকে বাজে ফর্মের কারণে দল থেকে বাদ দিতে চেয়েছিল সাবেক ক্রিকেটাররা। সমালোচনায় জর্জর হয়েছেন প্রতিনিয়ত। বিশ্বকাপ আসতেই সেই তিনি চেনা ছন্দে। কাটিয়েছেন দুর্দান্ত এক আসর। ভারতকে সেমিফাইনালে তুলে আনায় সবচেয়ে বেশি অবদাম কোহলিরই।
৬ ম্যাচে করেছেন ২৯৬ রান। চারটি অর্ধশতক। গড় বরাবরের মতোই ঈর্ষণীয়, ৯৮. ৬৬। স্ট্রাইক রেট ১৩৬.৪০। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ছিলেন ৮২ রানে। যেটিকে নিজের ক্যারিয়ারের সেরা টি-টোয়েন্টি ইনিংস বলেছেন কোহলি।
চলতি আসরেই স্পর্শ করেছেন ৪ হাজার রানের মাইলফলক। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত ধরাশায়ী হলেও কোহলি ঠিকই রানে ছিলেন। টি-টোয়েন্টিতে চার হাজার রান করা একমাত্র খেলোয়াড় তিনিই। বড় আসরে, বড় ম্যাচে কীভাবে ফিরে আসতে হয়, কোহলি সেটিই যেন দেখালেন আরেকবার।