আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা আমিও শুনেছি : জাপানি রাষ্ট্রদূত
২০১৮ সালের বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ‘আমি শুনেছি, গত নির্বাচনে পুলিশ কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। এখানে (বাংলাদেশে) অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।’
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় আজ সোমবার গত নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন ইতো নাওকি।
আগামী নির্বাচন বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি আশা করব, সামনে এমন ঘটনা আর ঘটবে না। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আমাদের বলছে।’
এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।