বিএনপির কাউন্সিল ১৯ মার্চ হতে পারে : হান্নান শাহ
চলতি বছরের ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা এ কথা জানান।
হান্নান শাহ আরো বলেন, ‘আমি যতটুকু জানি, একটা তারিখ মোটামুটি ঠিক হয়েছে : ১৯ মার্চ, ২০১৬। সেই কাউন্সিলকে সফল করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে ক্ষমতাসীনরা এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর উৎপীড়নের পাঁয়তারা করছে।
তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী মাজারে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, বিএনপিকে মামলা দিতে নতুন পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা।
হান্নান শাহ বলেন, ‘রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধের দোহাই এবং বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের নতুনভাবে উৎপীড়ন এবং অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাঁয়তারা করছেন।’