আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি
আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে গঠিত এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস অদেশে বলা হয়েছে, কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্)।
এ ছাড়া কমিটির সদস্য করা হয়েছে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্), ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি), ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপকমিশনার ও ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সিআরও)।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান আজ রোববার জানিয়েছেন, ‘আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে যে-ই ধরিয়ে দেবেন, তিনিই ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।’
পলাতক দুই জঙ্গি হলো মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই জঙ্গিই জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
ডিএমপির উপকমিশনার মো. ফারুক হোসেন জানান, আজ ১২টার দিকে এই দুই জঙ্গিকে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে তোলার জন্য আদালত চত্বরে নিয়ে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে করে লাপাত্তা হয়ে যায় তারা।
ফারুক হোসেন আরও জানান, ঢাকা শহর থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বের হওয়া গাড়িগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে।’