বাংলাদেশের কাছে পাত্তাই পেল না নামিবিয়া
গতবারের শিরোপাজয়ী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছিল নামিবিয়া। তবে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলেন না নামিবিয়ার তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩২.৫ ওভার ব্যাটিং করেই ৬৫ রানে গুটিয়ে গেছে নামিবিয়ার ইনিংস।
নামিবিয়ার মাত্র দুজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। ১৯ রান এসেছে ওপেনার নিকো ডেভিনের ব্যাট থেকে। ১৭ রান করে আউট হয়েছেন লোহান লরেন্স। বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন সালেহ আহমেদ শাওন, আরিফুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট নিয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থিরভাবে করেছিল নামিবিয়া। প্রথম তিন ওভারে যোগ করেছিল মাত্র পাঁচ রান। সব রানই এসেছিল লোফটি ইটনের ব্যাট থেকে। চতুর্থ ওভারে তাঁকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুল্লাহ। এক ওভার পরে নামিবিয়ার অধিনায়ক জেন গ্রিনও রানআউটের ফাঁদে পড়ে ফিরে যান রানের খাতা না খুলেই।
ধীরগতির ব্যাটিং করে ১২ ওভার পর্যন্ত নির্বিঘ্নে কাটাতে পেরেছিলেন নামিবিয়ার ব্যাটসম্যানরা। কিন্তু ১৩তম ওভারে আঘাত হানেন সালেহ আহমেদ শাওন। বোল্ড করেন ১৯ রান করা নিকো ডেভিনকে। ১৬তম ওভারে মাইকেল ভন লিজেনকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নামিবিয়ার ইনিংস শেষ হয়েছে মাত্র ৬৫ রানে।
বাংলাদেশের মতো নামিবিয়াও জিতেছে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ। এই ম্যাচ তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে নেপালের বিপক্ষে। অন্যদিকে এই গ্রুপের রানার্সআপরা মুখোমুখি হবে ভারতের। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ তাই নামিবিয়াকে হারাতে মরিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারানোয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।