জেরুজালেমে বাসস্ট্যান্ডে বিস্ফোরণে নিহত ১, আহত ১২
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের দুটি বাসস্ট্যান্ডের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইসরাইলের পুলিশ বলছে, বুধবারের এই ঘটনা ফিলিস্তিনি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। খবর আল-জাজিরার।
প্রথম বিস্ফোরণটি শহরের বাইরে হাইওয়ে সড়কের পাশের একটি বাসস্ট্যান্ডে ঘটে। আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, সে সময় পৃথক স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ইয়োসেফ হাইম গাবে নামের একজন চিকিৎসক বলেন, এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যখন ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা তুঙ্গে। অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাস ধরে চালানো ইসরায়েলি অভিযানের পর তাদের বিরুদ্ধে মারাত্মক হামলায় ১৯ জন নিহত হয়।
এ বছর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি-ফিলিস্তিনি লড়াইয়ে ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাতে ২০০৬ সালের পর সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে বছরটিকে। এ বছর ইসরায়েলি পক্ষের অন্তত ২৫ জন নিহত হয়েছে।