কোয়ার্টার ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ
যে নামিবিয়ার কাছে হেরে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সে দলটিকেই কি না আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ফলে টানা তিনটি জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মিরাজদের প্রতিপক্ষ নেপাল। ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের বিশাল ব্যবধানে জিতেই নিশ্চিত করে ফেলে কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকেও ব্যাট-বলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। প্রথমে নামিবিয়াকে ৬৫ রানে অলআউট করে দিয়েই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। পরে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। তাই বাংলাদেশ ‘এ’ গ্রুপ সেরা হয়েছে।
আর ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল। প্রথম দুটি ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারালেও শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল তারা। বাংলাদেশের মতো টানা তিনটি ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ভারত। শেষ আটের লড়াইয়ে তিনবারের শিরোপাজয়ী ভারতের প্রতিপক্ষ নামিবিয়া।