লক্ষ্মীপুরে ছাত্রদলের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত ১৫
লক্ষ্মীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় উভয়পক্ষের হাতাহাতিতে তিন পুলিশসহ ছাত্রদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের প্রধান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।
ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীদের মধ্যে সাজ্জাদ হোসেন শুভ, আশরাফ হোসেন, নোবেল আহমেদ, মো. শাহীন, সুহাস হান্নান, শহীদুল ইসলাম, সোহেল, ফারুক হোসেন, ইকরাম, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ ও শাওন হাওলাদার আহত হয়েছেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এ সময় ঘুষি ও লাথি মেরে ১২ নেতাকর্মীকে আহত করে। পুলিশি বাধা অতিক্রম করেই তারা মিছিল সম্পন্ন করেছেন।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণাত্মক ছিল। বাজারের যানজট সৃষ্টি করে তারা মিছিল বের করে। এতে বাধা দিলে তারা পুলিশের উদ্দেশে ইট-পাটকেল ছোড়ে। এতে আমাদের তিন সদস্য আহত হয়। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে, কাউকে আহত করা হয়নি।’