চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তরে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাগানবাড়ি খাগুরিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দুই মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজী (২৫), মো. রাশেদ (২৪) ও ট্রলিগাড়ির সহকারি সেলিম মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বেলতলী থেকে শান্ত মিয়াজী, মো. রাশেদ ও তানভীর মোটরসাইকেলে করে খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান। পরে তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন।
ওসি মো. মহিউদ্দিন জানান, আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।