নেপালকে নিয়েও সতর্ক বাংলাদেশ!
প্রথম দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল বাংলোদেশ। যুব বিশ্বকাপের তৃতীয় ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে প্রতিপক্ষ হিসেবে নেপালকে পেলেও মোটেও উচ্ছ্বসিত নন স্বাগতিক ক্রিকেটাররা। বরং এই নেপালকে নিয়েও বেশ সতর্ক তাঁরা।
আসছে ৫ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি।
মঙ্গলবার বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘কোয়ার্টার ফাইনালে নেপালকে পেলেও আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। এই ম্যাচটি নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তা ছাড়া এই নেপালকে মোটেও দুর্বল ভাবা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে।’
নেপালের বিপক্ষে জিততে হলেও নিজেদের সেরাটা খেলতে হবে বলে মনে করেন তিনি, ‘নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে আমাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না সেই ম্যাচে আমরা খুব সহজেই পার পাব। জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে।’
অবশ্য গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো দলকে ৩২ রানে হারিয়ে চমক দেখিয়েছিল এই নেপাল। পরে আয়ারল্যান্ডের বিপক্ষেও আট উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় তারা। অবশ্য ভারতের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় ৭ উইকেটে।
তবে বাংলাদেশ তিনটি ম্যাচেই বেশ দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারানোর পর বাকি দুই ম্যাচে যথাক্রমে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ১১৪ রানে এবং আট উইকেটে জিতেছে।