ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না : হান্নান শাহ
অবিলম্বে জাতীয় নির্বাচন না দিলে ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যুবদল আয়োজিত সভায় হান্নান শাহ এ মন্তব্য করেন।
বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন করতে চায় বিএনপি, তবে সরকার বিএনপিকে মোকাবিলা করছে বুলেট দিয়ে। সরকারের একটি অংশের নির্দেশে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুন করা হচ্ছে।
হান্নান শাহ বলেন, ভবিষ্যতে এর সঙ্গে জড়িতদের বিচার করা হবে। বিচারের মুখোমুখি করা হবে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদেরও। অবসরের পর রায় লেখা অসাংবিধানিক প্রধান বিচারপতির, এমন বক্তব্যের পর পঞ্চদশ সংশোধনী ও বর্তমান সরকার অবৈধ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই। আপনারা যেমন বুলেটের মাধ্যমে আমাদের মোকাবিলা করছেন, আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। যদি নিয়মতান্ত্রিক উপায়ে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা ত্যাগ না করেন এবং খোদা-না-খাসতা সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। তখন কিন্তু পালানোর পথ পাবেন না।’