জন্মনিবন্ধন নম্বরই হবে এনআইডি ও পাসপোর্ট নম্বর : মন্ত্রিপরিষদ সচিব
এখন থেকে শিশু জন্মের সঙ্গে সঙ্গেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এই জন্মনিবন্ধন নম্বরটিই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট নম্বর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জন্ম নিবন্ধনের সময় যে নম্বর থাকবে সেটিই তার পাসপোর্ট নম্বর হবে। এটির জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি, দুই বছরের মধ্যেই এর সব প্রক্রিয়া শেষ হবে।’
পরে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বরিশাল পুলিশ লাইন্স মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেন।