ঢাবিতে গাড়ি চাপায় নারীর মৃত্যুর ঘটনায় ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও অতিরিক্ত যানবাহন বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এতে সংহতি জানিয়েছেন বেশকিছু সাধারণ শিক্ষার্থীরাও।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে মশাল হাতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখা, ছাত্র ইউনিয়ন ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের আগে সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল করে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হলে সেখানেই অবস্থান নেয় তারা।
এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বেশ কয়েকটি দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। দাবিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশপথে চেকপোস্ট বসাতে হবে, কোনো প্রাইভেট গাড়ি বা অতিরিক্ত যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।