দর্শকদের চাপ সামলে ভালো খেলতে চায় ভারত
২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে আসা দলের অধিকাংশের এটি বাংলাদেশে প্রথম সফর। আগামীকাল থেকে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে সংবাদ সম্মেলনে এলেন রোহিত শর্মা। জানালেন, বাংলাদেশি দর্শকদের চাপ সামলে ভালো খেলার প্রত্যাশা তাদের।
স্কোয়াডের যারা প্রথমবার বাংলাদেশে এলো, তাদের জন্য এটি বাড়তি চাপ হবে কি না জানতে চাইলে রোহিত অকপটে স্বীকার করেন চাপে থাকার কথা। রোহিত বলেন, ‘অবশ্যই চাপ থাকবে। কারণ, বাংলাদেশের সমর্থকরা অসাধারণ। দলকে অনেক ভালোবাসে তারা। মাঠ মাতিয়ে রাখে।’
চাপ কীভাবে সামাল দিবে তার জবাবে রোহিত জানান, ‘বাংলাদেশে প্রথম হলেও, গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলে ওরা অভ্যস্ত। আমি জানি ওরা চাপ সামলে সেরাটা উপহার দিতে পারবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও দর্শকের চাপ ছিল। দলের জন্য এটি একবারে নতুন অভিজ্ঞতা নয়।’
ছেলেদের প্রতি আত্মবিশ্বাসী অধিনায়ক। চাপের মুখে, এত দর্শকের সামনে খেলাটা খেলোয়াড়দের মনোবলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস ভারতীয় ওপেনারের।