১০ ডিসেম্বর নিয়ে সৃষ্ট মেঘ কেটে যাবে : ওবায়দুল কাদের
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এগুলোর সমাধান হয়ে যাবে। রাজনীতির আকাশে সৃষ্ট মেঘ অচিরেই কেটে যাবে।
কাদের বলেন, ‘দলের পক্ষ থেকে আমি বলতে চাই—আমরা সরকারে আছি, কেন দেশের অশান্তি চাইব? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করব? দরকার তো নেই।’
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশস্থল নিয়ে এখনও সমঝোতা হয়নি, এ বিষয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সরকার এ বিষয়ে কী ভাবছে?—এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘সমঝোতা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ, ঘন মেঘ ঘনীভূত হয়, আবার চট করে চলে যায়।’
অপর এক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অলওয়েজ আই অ্যাম ইন্টারনাল অপটিমিস্টিক। আমি এ ব্যাপারেও আশাবাদী।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আশা করছি, বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনও সংঘাত সৃষ্টি করিনি, এখন আমরা সংঘাত চাই না।’
ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইল ওবায়দুল কাদের বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এর ভেতরেও আমরা সবকিছু আলোচনা করেছি। আমাদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি যে, বিরোধী দল আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বরে বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়, তাকে তা জানিয়েছি।’