কারাগারে আটক ৫ জঙ্গি সাত দিনের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কারাগারে আটক থাকা পাঁচ আসামির সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ আসামিকে হাজির করা হয়। এরপর এ মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৫ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মুসাদ্দিমুল হক। আবেদনের প্রেক্ষিতে বিচারক গ্রেপ্তার দেখিয়ে এ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
জিআরও আরও বলেন, ‘আসামিরা হলেন—খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও সবুর ওরফে সাদ।’
জানা গেছে, গত ২০ নভেম্বর ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় গ্রেপ্তার ও পলাতক আসামিরা কী উদ্দেশে একত্রিত হয়েছিল, তা জানতে ও পলাতক আসামিদের শনাক্ত করা এবং অর্থায়নের উৎস জানতে তাদেরকে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।