শেষ ওয়ানডের আগে উদ্বিগ্ন রাহুল দ্রাবিড়
বাংলাদেশ সিরিজে চরম হতাশায় ডুবছে ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরেছে অতিথিরা। এখন চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এমন সময় একের পর চোটের সমস্যা বাড়ছে ভারতীয় দলে। ক্রিকেটারদের এত চোট নিয়ে উদ্বিগ্ন দলটির কোচ রাহুল দ্রাবিড়।
চোট পেয়ে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। চোটের জন্য খেলতে পারবেন না ভারতীয় দলের আরও দুই সদস্য দীপক চাহার এবং কুলদীপ সেনও। এত চোট স্বাভাবিকভাবে চিন্তার কারণ।
দ্রাবিড় বলেছেন, ‘বৃহস্পতিবারই রোহিতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। তার পরেই বোঝা যাবে টেস্ট সিরিজ খেলার জন্য ফিরতে পারবে কি না। বাকিদের নিয়ে আমি এখন নিশ্চিত নই। এত দ্রুত মন্তব্য করাও সম্ভব নয়। শুধু এটুকুই বলব, ওরা তিন জনই শেষ এক দিনের ম্যাচ খেলতে পারবে না।’
ক্রিকেটারদের এত চোটের কারণ হিসেবে অতিরিক্ত ক্রিকেট খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে রোহিত বলেছেন, ‘এত চোট লাগার কারণ খতিয়ে দেখতে হবে। হয়তো বেশি ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে ওদের। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসে কার উপর কেমন চাপ পড়ছে দেখতে হবে। ভারতের হয়ে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে। অর্ধেক ফিট থাকলে হবে না।’