গাঁজাসহ রাবির চার ছাত্রলীগ নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে প্রক্টরিয়াল বডির সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ৩২৫ গ্রাম (১২ বাণ্ডেল) গাঁজাসহ তাদের আটক করা হয়৷
আটক চারজন হলেন—শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক (রোজেল) এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপসম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর জানায়, আজ প্রক্টরিয়াল একটি টিম দুপুরে ক্যাম্পাস টহল দিচ্ছিলেন। শেখ রাসেল চত্বরে গিয়ে চার শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন। সঙ্গে সঙ্গে তাদের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ১২ বান্ডেল গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ তিন শিক্ষার্থীকে ক্যাম্পাসে ইয়াবা সেবনকালে আটক করা হয়। পরে আজ দুপুরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘৩২৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে এ বিষয়ে জানানো হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্যাম্পাসে মাদক সেবনের অপরাধে আটক অন্য তিন শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। যদি দোষী হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো মামলা করে, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’