ভিনিসিউসের সাফল্যের রহস্য
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। খেলছে ফেভারিটের মতোই। তিতের পুরো দলটা তারুণ্যনির্ভর। যেখানে ভিনিসিউস জুনিয়র রাখছেন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনিও খেলছেন সাবলীলভাবে। বোঝা মুশকিল, এটি ভিনির প্রথম বিশ্বকাপ।
রিয়াল মাদ্রিদের এই তারকা বিশ্বকাপে এখন পর্যন্ত ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। গোল করা ও করানো, দুটোতেই রাখছেন অবদান। গত মৌসুমেও অতটা সাবলীল ছিলেন না। কীভাবে বদলে গেলেন ভিনি? নিজেই জানালেন জানালেন সেই সাফল্যের রহস্য। তাকে এগিয়ে যাওয়া মূল টোটকা দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি।
এই বিষয়ে ভিনি বলেন, ‘কার্লোর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে পরামর্শ দেন নিয়মিত। ব্রাজিলের একাদশে যদি সুযোগ পাই, কীভাবে খেলব বা খেলা উচিত তা নিয়ে পরামর্শ পেয়েছি। এতে আমার আত্মবিশ্বাস বাড়ছে। খেলার টেকনিক্যাল দিকগুলোতে আমি উন্নতি করতে পারছি কার্লোর কারণেই।’
কার্লো আনচেলোত্তিকে নিজের বাবার মতোই দেখেন বলে জানালেন ভিনিসিয়ুস জুনিয়র। বললেন, ‘তিনি আমার বাবার মতো। আদর করেন, প্রয়োজনে শাসন করেন। খুব কঠোর হন। যা আমার নিজেকে উন্নত করতে সাহায্য করে।’
শুধু আনচেলোত্তি নয়, ব্রাজিল কোচ তিতেও বড় ভূমিকা রাখছে ভিনির এগিয়ে যাওয়ায়, সেটিও বললেন ভিনি। ক্লাব ও জাতীয় দলের দুই কোচ যদি এভাবে ভিনির মতো তরুণদের প্রেরণা দিয়ে যান, তার জ্বলে না ওঠাটাই বরং অস্বাভাবিক।