জার্সিতে আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
ইউরোপের দেশ জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে বিস্ফোরণে তিন জন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডে অবস্থিত আবাসিক ভবন প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে। সেখানে উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ হতে ‘কয়েকদিন’ সময় লেগে যাবে বলে জানান পুলিশ প্রধান রবিন স্মিথ।
তিনি বলেন, ‘ওই এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে.....আমাদের কর্মীদের দেখা সবচেয়ে বিধ্বংসী পরিস্থিতির একটি সেখানে বিরাজ করছে। বিস্ফোরণে ঠিক কয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা এখনো বুঝতে পরিনি। তবে সেখানে একটি তিনতলা ভবনের পুরোটা ধসে পড়েছে।’
জরুরি সেবা থেকে বলা হয়, বিস্ফোরণের পর সেখানে বড় আকারে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলেও সংস্থাটি থেকে জানানো হয়।
ইংল্যান্ডের পাশের ছোট্ট এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ব্রিটিশ রাজার অধীনে। দ্বীপাঞ্চলের মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর বলেন, জার্সির বাসিন্দারা দেখেছেন আমাদের ‘জরুরি সেবা বিভাগ কতটা শক্তিশালী’।
সেখানকার একজন বাসিন্দা বিবিসিকে বলেন, বিস্ফোরণের ধাক্কা এতটাই শাক্তিশালী ছিল যে তিনি ভেবেছেন ভূমিকম্প হচ্ছে।
‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মনে হলো আমার বিছানা কাঁপছে এবং তারপরই বিকট শব্দ শুনতে পাই। আমি সঙ্গে সঙ্গে আনলাইনে ভূমিকম্প বা বড় ধরণের বজ্রপাত হওয়ার খবর খুঁজছিলাম।’