সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মৃতের স্বজনেরা।
গতকাল শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নিজ ভাড়া বাড়িতে সন্তান প্রসবের জন্য ব্যথা ওঠে আব্দুল বাছেদের স্ত্রী মাহমুদা খাতুনের (৩৪)। এই অবস্থায় তাকে দ্রুত বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে এমন অভিযোগ জানিয়ে বিক্ষোভ করেন স্বজনেরা। ভুল চিকিৎসার অভিযোগে আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা।
স্থানীয়রা জানায়, বাইপাইল এলাকার ওই হাসপাতাল ছিল না কোনো অভিজ্ঞ চিকিৎসক। ওটি বয় এবং আয়ারাই অপারেশন করেন বলে অভিযোগ করেন মৃত স্বজনেরা।
এ ঘটনার পর পুলিশ ওই হাসপাতালে গিয়ে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের দেখা পায়নি।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’