তারকার প্রিয় অ্যাপ
সাবিলা নূরের প্রিয় ‘পিয়ানো টাইলস’
সাবিলা নূর সারাক্ষণ তাঁর স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকেন। কী করেন তিনি এত ফোনে? জানতে তো ইচ্ছা হতেই পারে। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে সাবিলা জানিয়েছেন, তিনি মুঠোফোনে অনেক অ্যাপ ব্যবহার করেন। প্রিয় কিছু অ্যাপের কথাও জানিয়েছেন তিনি নিজেই।
ইনস্টাগ্রাম
সামাজিক যোগাযোগ করার জন্য আমার প্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রাম আমার কাছে বেশি প্রিয়। ফেসবুকে অনেক মেসেজ আসে। সবার মেসেজের উত্তর দেওয়াও সম্ভব হয় না। অন্যদিকে, ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে আমি সারাক্ষণ যুক্ত থাকি। প্রতিদিন অনেক ছবি শেয়ার করি ইনস্টাগ্রামে। এ ছাড়া আমার কাজের সব খবরও ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের জানানোর চেষ্টা করি।
প্রিয় গেমিং অ্যাপ
আমি গেম খেলতে খুব পছন্দ করি। পিয়ানো টাইলস আমার প্রিয় গেমিং অ্যাপ। আমার বন্ধুরাও পিয়ানো টাইলস খেলতে ভালোবাসে। আমিই তাদের খেলতে আমন্ত্রণ জানাই। সাফা কবির ও অ্যালেন শুভ্র আমার গেম খেলার পার্টনার। আমাদের নিজেদের মধ্যে গেম নিয়ে প্রতিযোগিতাও হয়। কে কার চেয়ে কতখানি এগিয়ে আছে, এটা নিয়ে বেশ মজা হয়। আর গেম খেলার সময় কেউ যদি ফোন দেয়, আমার ভীষণ বিরক্ত লাগে। এটা আমার কাছের মানুষরা সবাই জানেন।
হোয়াটসঅ্যাপ ও ভাইবার
কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ ও ভাইবার এখন বেশ জনপ্রিয়। এ দুই অ্যাপ নিয়ে আমিও খুব খুশি। দেশের বাইরে আমাদের অনেক আত্মীয়স্বজন আছেন, তাঁদের সঙ্গে ভাইবারে কথা বলা হয় বেশি।