রাজধানীতে চুলার আগুনে দগ্ধ চা বিক্রেতার মৃত্যু
রাজধানীর শাহ আলী থানা এলাকায় চুলার আগুনে দগ্ধ চা বিক্রেতা বাবুল মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ শঙ্কর পাল জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গুরুতর দগ্ধ বাবুলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশই দগ্ধ ছিল। আজ দুপুরের দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
urgentPhoto
গতকাল বুধবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় আগুনে পুড়ে যান চা বিক্রেতা বাবুল। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পুলিশ লাঠি দিয়ে আঘাত করে বাবুলকে। এর পর পাশে থাকা চুলার আগুনে গুরুতরভাবে দগ্ধ হন তিনি।
বাবুলের স্বজনদের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ বাবুলকে হয়রানি করে আসছিল। গত রাতে পুলিশের কয়েক সদস্য দোকানে গিয়ে বাবুলের কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ সময় একজন পুলিশ সদস্য দোকানের স্টোভের চুলায় লাঠি দিয়ে আঘাত করলে সেখান থেকে তেল ছিটকে এসে বাবুলের জ্যাকেটে লাগে। এতে তাঁর শরীরে আগুন ধরে যায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে শাহ আলী থানা পুলিশ।