গুজরাটে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজেপি’র ভূপেন্দ্র প্যাটেল
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ নেন তিনি।
এর মধ্য দিয়ে গুজরাট রাজ্য শাসনের সপ্তম দফার যাত্রা শুরু করল বিজেপি। দলটি এ রাজ্যে সেই ১৯৯৮ সাল থেকে ক্ষমতায় আছে।
গুজরাটে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া কথা রেখেছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি বিজেপিকে রেকর্ড ভোটে জিতিয়েছেন। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় ১৫৬ আসন জিতে দলটি রেকর্ড গড়েছে।
প্রায় ২ লাখের কাছাকাছি ভোটে জিতে নিজেও রেকর্ড গড়েছেন ভূপেন্দ্র প্যাটেল। ফলে ফের একবার তার উপরই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী মোদি। দ্বিতীয়বারের জন্য ভূপেন্দ্র বসলেন গুজরাটের মুখ্যমন্ত্রীর আসনে।
ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি এদিন শপথ নেন আরও ২৫ জন মন্ত্রী। নিয়মানুযায়ী, মুখ্যমন্ত্রী-সহ সবাইকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।
বিবিসি জানায়, নির্বাচনে দলের চমকপ্রদ জয় নিয়ে ভূপেন্দ্র বলেছেন, ‘গুজরাটের জনগণ আরও একবার নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং তার উন্নয়নের রাজনীতিকে অনুমোদ দিয়েছে, এ জয় সে ইঙ্গিতই দিচ্ছে।’
‘নরেন্দ্র মোদি আমাদের মধ্যে যে বিশ্বাসের জন্ম দিয়েছেন, তা অক্ষুন্ন রাখার নিশ্চয়তা দেওয়া এবং মানুষের সব সমস্যা, এমনকী সবচেয়ে ছোট সমস্যাটিও সমাধান করা আমাদের কর্তব্য।’