নতুন চরিত্র উপভোগ করছেন গ্রিজম্যান
ফরোয়ার্ড হয়েও গোল পাননি, তবু তিনি সবার ওপর। দলের হৃৎপিণ্ড হয়ে উঠেছেন। যে জায়গায় কোচ খেলাচ্ছেন তাঁকে, তাঁর পছন্দের জায়গা থেকে আলাদা। ভিন্ন এক চরিত্রে নিজেকে পুরোদমে মানিয়ে নিয়েছেন, প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন ভয়ংকর। বলা হচ্ছিল আন্তোইন গ্রিজম্যানের কথা। চলতি বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে যিনি আলো ছড়াচ্ছেন মধ্যমাঠে।
গ্রিজম্যান মূলত ফরোয়ার্ড। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম এবারের আসরে তাঁকে খেলাচ্ছেন মাঝমাঠে। পল পগবা ও এনগোলো কান্তে না থাকায় মাঝমাঠের চাপ সামলানোর দায়িত্বে গ্রিজম্যান সঙ্গী হিসেবে পাচ্ছেন চুয়ামেনি ও আদ্রিয়ান র্যাবিয়টকে। তিনজন মিলে গড়ে তুলেছেন আক্রমণ আর রক্ষণে সংযোগ সেতু।
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি অ্যাসিস্ট গ্রিজম্যানের। তৃতীয় বিশ্বকাপ খেলতে এসে নতুন চরিত্র দারুণ উপভোগ করছেন ৩১ বছর বয়সী এই তারকা, তা তাঁর চনমনে পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। নিজেও বললেন উপভোগের বিষয়টি।
গ্রিজম্যান বলেন, ‘নতুন জায়গায় আমার ভালোই লাগছে। দল যখন রক্ষণে থাকে, আমি সাহায্য করার চেষ্টা করি। যখন আক্রমণে ওঠে, আমার দিক থেকে যতটা পারি বল এগিয়ে দেওয়ার চেষ্টা করি। দল যেভাবে চায়, সেভাবেই এগিয়ে যাচ্ছি।’
গ্রিজম্যানের এই এগিয়ে যাওয়া ফ্রান্সের জন্য শাপেবর, বিপক্ষের জন্য মাথাব্যথা। কোচ দিদিয়ের দেশম ও ফরাসি ভক্ত সবাই চায়, বিপক্ষের এই মাথাব্যথা বেড়ে যাক আরও।