নেইমার পরের বিশ্বকাপে খেলতে পারে : রোনালদো
দলের হারের চেয়ে বেশি আলোচনা চলছে নেইমারকে নিয়ে। ব্রাজিলের এই তারকা হয়তো চেয়েছিলেন, শিরোপা জিততে পারলে কাতারকেই তাঁর শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিবেন। এমন পূর্বাভাসও দিয়েছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে সে স্বপ্ন ভেঙে গেছে নেইমারের। এখন দলেই ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে, ব্রাজিলের লিজেন্ড রোনালদো নাজারিও ডি লিমা মনে করেন নেইমার দলে ফিরবেন এবং আগামী বিশ্বকাপও খেলবেন।
কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এতে ভেঙে পড়েছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র। কাতার থেকে বিদায় নিয়ে নেইমার নিজেকে বিধ্বস্ত বলে জানিয়েছিলেন। সেইসঙ্গে দলের হয়ে আর ফিরবেন কি-না সেটি নিয়েও অনিশ্চয়তার কথা বলেছিলেন। পরে ব্রাজিল তারকা পেলে নেইমারকে শান্ত হওয়ার অনুরোধ করেছিলেন। সান্ত্বনা দিয়েছিলেন কাকা এবং উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজও।
এবার ব্রাজিল তারকা রোনালদো নেইমারকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি নেইমার এখন কেমন অবস্থায় রয়েছে। বিশ্বকাপ থেকে যেভাবে ব্রাজিলকে বাদ পড়তে হয়েছে তা নিয়ে সে হতাশ হয়ে পড়েছে। ফলে এখন তাঁর খারাপ লাগাটা স্বাভাবিক। তবে, আমি বিশ্বাস করি নেইমার পূর্বের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সে এখনও তরুণ। আশা করি পরের বিশ্বকাপেও সে খেলতে পারবে।’
কাতার বিশ্বকাপ সম্পর্কে রোনালদো বলেছেন, ‘আমি খুব খুশি যে, গত ছয় মাস ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার খুব ভালো খেলে আসছে। কাতারে প্রথম ম্যাচটিও সে দুর্দান্ত খেলেছে। যদিও সেখানে সে গোড়ালিতে আঘাত পেয়েছিল। তবে পরে আবার দলে ফিরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমি মনে করি, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি নেইমার শীঘ্রই আরও শক্তিশালী হয়ে দলে ফিরবে।’
গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরে টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো। এ ছাড়াও শট মিস করেছিলেন ডিফেন্ডার মার্কুইনহোস। তাতে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এরপরেই দলে ফেরা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র।’