রেফারি অরসাতোই ধ্বংস করে দিয়েছে সব : লুকা মদ্রিচ
আর্জেন্টিনার বিপক্ষে হারের কারণ হিসেবে ম্যাচ রেফারি ড্যানিয়েল অরসাতোকেই দায়ী করেছেন লুকা মদ্রিচ। তাঁকে বিশ্বের সবচেয়ে খারাপ রেফারি হিসেবেও উল্লেখ করেছেন ক্রোয়েশিয়ার এই তারকা। মদ্রিচ মনে করেন, ইতালির বংশোদ্ভূত রেফারি অরসাতোর কারণেই এমন ধ্বংসযজ্ঞের মুখে পড়েছিল ক্রোয়াটরা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে কাতার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে ক্রোয়েশিয়ার। এরপরে বাজে ম্যাচ পরিচালনার অভিযোগ করা হয়েছে রেফারি অরসাতোর বিরুদ্ধে। আর্জেন্টিনা প্রথম ব্যবধান পেয়েছিল পেনাল্টি থেকে। যেটিকে অবৈধ বলে দাবি করেছেন লুকা মদ্রিচ।
খেলা শেষে ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ বলেছিলেন, ‘খেলাটা আমাদের হতে পারতো। রেফারি ইচ্ছাকৃতভাবে আমাদের একটি কর্নার দেয়নি। আর আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছিল। ওই সময়ে ওদের খেলোয়াড় আমাদের গোলরক্ষকের সঙ্গে ইচ্ছা করে ধাক্কা খেয়েছিল। তবুও রেফারি পেনাল্টি দিয়ে পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিয়েছে।’
অরসাতো সম্পর্কে মদ্রিচ আরও বলেছেন, ‘আমি রেফারিদের নিয়ে কখনও কথা বলিনি। কিন্তু আজ না বলে থাকা সম্ভব না। ওই রেফারি শুধু এই ম্যাচটাই না, এর আগেও তিনি অসংখ্যবার বৈষম্যমূলক আচরণ করেছেন। তাঁর পরিচালনায় যতগুলো ম্যাচ আমি খেলেছি, কোনোটিতেই ভালো অভিজ্ঞতা হয়নি। সে একটা ধ্বংসযজ্ঞের নাম।’
সেমিতে হারলেও আরও একটি খেলা বাকি রয়েছে ক্রোয়েশিয়ার। আগামী ১৭ ডিসেম্বর রাত ৯টায় বিশ্বকাপের ২২তম আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-মরক্কো। আর ফাইনাল খেলায় আর্জেন্টিনা-ফ্রান্স মাঠে নামবে ১৮ ডিসেম্বর রাত ৯টায়। সেখানে প্রথমবার শিরোপা জেতার জন্য মেসি অপেক্ষা করছেন।