নেইমারকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বললেন রোনালদো
হার সবসময় বেদনার৷ যদি তা হয় বিশ্বমঞ্চে, জয়ের খুব কাছাকাছি গিয়ে তাহলে ব্যথার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। ভক্তরাই যেখানে সইতে পারেন না, খেলোয়াড়দের জন্য তা কঠিন বটে। কাতার বিশ্বকাপে সেই কঠিন কাজটি ক্রমশ জটিল হচ্ছে নেইমারের জন্য। এখনও তিনি মানতে পারছেন না, বিশ্বকাপটা শেষ হয়ে গিয়েছে ব্রাজিলের।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে হেক্সা মিশন শেষ হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার। ম্যাচের অকপটে স্বীকার করেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন। মানতে পারছেন না এমন বিদায়।
এরপর দিন পেরিয়েছে। ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া সেমিফাইনালে হেরেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। কিন্তু নেইমার শোক কাটিয়ে উঠতে পারছেন না। এবার তাই এগিয়ে এলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও। কিংবদন্তি এই ফুটবলার নেইমারকে পরামর্শ দিলেন, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার।
মার্কার প্রতিবেদন অনুসারে ব্রাজিলিয়ান একটি টেলিভিশনে রোনালদো বলেন, ‘নেইমারের উচিত মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া। ও ভীষণভাবে ভেঙে পড়েছে। এই বিষণ্নতা থেকে বের হতে ডাক্তারের সান্নিধ্য দরকার ওর। মানসিকভাবে সুস্থ থাকা প্রত্যেক মানুষের প্রয়োজন।’
রোনালদো সঙ্গে আরও যোগ করেন, ‘আমি চাই ও ফিরে আসুক। আরও প্রবলভাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলুক। এর আগে অবশ্যই নিজের দিকে খেয়াল রাখতে হবে। ব্রাজিলের মানুষ ওকে আবার দেখতে চায়।’