হাকিমিকে হতাশ না হওয়ার আহ্বান এমবাপ্পের
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আল বাইত স্টেডিয়াম দেখেছে অসাধারণ এক লড়াই। ফ্রান্স-মরক্কোর ম্যাচে সেয়ানে সেয়ানে পাল্লা দিয়েছেন আশরাফ হাকিমিরা।
শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাস্ত হয়ে শেষ হয় মরক্কোর অবিস্মরণীয় যাত্রা। ম্যাচ হারলেও বুক চিতিয়ে লড়াইয়ের মানসিকতায় মরক্কো বাহবা কুড়িয়েছে বিশ্ববাসীর।
গতকাল ম্যাচে দেখা হয়ে যায় কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির। পিএসজিতে একসঙ্গে খেলছেন দুইজন। মাঠে নামার আগে ড্রেসিংরুমের টানেলে উষ্ণ আলিঙ্গন ও খুঁনসুটিতে মাতেন দুই বন্ধু।
যখন সেমিতে ফ্রান্স ও মরক্কোর মুখোমুখি হওয়া নিশ্চিত হয়, তখন এমবাপ্পেকে উদ্দেশ করে হাকিমি টুইট করেন, দেখা হবে বন্ধু! এমবাপ্পেও প্রত্যুত্তর দেন।
ফুটবলে আবেগ ছাপিয়ে লড়াইটা মাঠে হয়। দেশের বেলায় কোনো ছাড় নেই। একজনকে তাই অবধারিতভাবে বিদায় নিতেই হতো। বিদায়ের ঘণ্টা বাজে হাকিমির বেলায়। ম্যাচ শেষে বিজয়ের আবেশে হারানোর আগে বন্ধুকে স্বান্তনা দিতে ভোলেননি এমবাপ্পে। আলিঙ্গন করার পাশাপাশি জার্সি বদল করেন হাকিমি ও এমবাপ্পে।
এরপর ম্যাচ শেষে হাকিমিকে নিয়ে টুইটারে প্রশংসা করেন ফ্রান্সের নাম্বার টেন। বন্ধুকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘তোমরা ইতিহাস রচনা করেছ। হতাশ হওয়ার কিছু নেই ভাই। তোমরা যা করে দেখিয়েছ, তা নিয়ে সবার মতো আমিও গর্বিত।’
হাকিমির উত্তর এখনও পাওয়া না গেলেও ফাইনালের আগে বন্ধুকে যে শুভকামনা জানাবে তা সবাই যায়। কেননা আসরজুড়েই বন্ধুত্বের বার্তা ছড়িয়েছেন দুজন।