বাইসাইকেলে চালিয়ে বাংলাদেশে নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত
বাইসাইকেল চালিয়ে ঢাকায় অবস্থানরত পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ হেনরিজ। আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে আসেন।
থমাস প্রিঞ্জ হেনরিজের স্ত্রী ঢাকায় জার্মানির দূতাবাসে চাকরি করেন। গত ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, আজ দুপুরে নেপালে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ হেনারিজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় চেকপোস্ট গেটে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম অভ্যর্থনা জানান। সম্পূর্ণ ব্যক্তিগত সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ইউএনও। তাঁর এই আগমন উপলক্ষে দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ জানান, তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানির রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী বাংলাদেশে চাকরি করছেন। এজন্য তিনি স্ত্রীর সঙ্গে বড়দিনসহ ছুটি কাটানোর জন্য বাইসাইকেল চালিয়ে ঢাকায় রওনা হন। আগামী জানুয়ারি মাসে তিনি নিজ কর্মস্থলের ফিরবেন। প্রতিদিন তিনি ১২০ কিলোমিটার সাইকেল চালান।