আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের এক গোল করাই কঠিন : কাফু
আর মাত্র অল্প সময় বাকি। ৩৬ বছরের অবসান ঘটিয়ে মরুর বুকে শিরোপা উচিয়ে ধরার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ লিওনেল মেসি। সম্মোহনীর আবিষ্ট শিকড়কে তুলে ফেলে উন্মাদনায় মত্ত হতে চান ভক্তরা। আর শেষের রঙে উল্লসিত মেসিকে মুগ্ধরূপে রূপায়নে মুখিয়ে রয়েছেন সতীর্থরা। সামনে কেবল ফরাসি বাধা।
আগামী ১৮ ডিসেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় ফাইনাল খেলায় মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। সেই ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক গোল করাই কঠিন হবে বলে জানিয়েছেন ব্রাজিলের তারকা কাফু।
সাবেক এই ডিফেন্ডার সংবাদমাধ্যম ওলে ক্লারিনকে বলেছেন, ‘যেহেতু ব্রাজিল ফাইনাল খেলছে না। তাই আমি প্রতিবেশি দেশ আর্জেন্টিনাকে সমর্থন করছি। আর তার চেয়ে বেশি মেসিকে সমর্থন করছি। আর আর্জেন্টিনা খুব নিখুঁত রক্ষণ তৈরি করেছে। সেটি ভেদ করে গোল দেওয়া কঠিন। তাই ফাইনাল ম্যাচে এক গোল দেওয়ার জন্য ফ্রান্সকে ভুগতে হতে পারে। যেটা তাঁদের জন্য খুব কঠিন কাজ হবে।’
কাফু আরও বলেছেন, ‘কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে মেসি। প্রায় প্রতিটি ম্যাচেই সে ভালো করছে। আশা করছি ফাইনালে শিরোপা তাঁর হাতে উঠবে।’