স্বাধীনতার ৫১ বছর পর সাতকানিয়ায় শিশুদের জন্য পার্ক
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীনতার ৫১ বছর পর প্রথমবারের মতো শিশুরা পেল পার্ক। এখন থেকে সেখানে দোলনায় দুলবে, আনন্দে মেতে উঠবে তারা। আছে মেরি গো রাউন্ড, প্লে স্টেশন, ট্রামপোলিনও। কাছ থেকে দেখতে পাবে বনের রাজা বাঘের প্রতিকৃতি। দেখতে পাবে ঘোড়া, পেঁচা, জিরাফ। উপভোগ করতে পারবে স্লাইড, ট্রি-হাউস।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ বাউন্ডারির ভেতর নয়নাভিরাম ও দৃষ্টিনন্দন স্থাপনা ও শিশুবান্ধব এই পার্ক গতকাল উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এটি উদ্বোধন করেন। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের সুযোগ। এই লক্ষ্যে সাতকানিয়া উপজেলায় মনোরম পরিবেশে উপজেলা পরিষদের কেন্দ্রস্থলে শিশু পার্ক করা হয়েছে। এখানে শিশুদের খেলার উপযোগী দোলনা, মেরি গো রাউন্ড, প্লে স্টেশন, ট্রামপোলিন, বাঘ, ঘোড়া, পেঁচা, জিরাফ, স্লাইড, ট্রি-হাউস ইত্যাদি রয়েছে।’
এবিষয়ে সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘সাতকানিয়ার শিশুদের জন্য একটি শিশুপার্ক স্থাপন করা খুবই জরুরি ছিল। সাতকানিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। আগামীতে আরও উন্নয়ন হবে।’