কাতার বিশ্বকাপে কার গোল কত?
ফুটবল গোলের খেলা। বেলাশেষে মূল পার্থক্য গড়ে দেয় গোলই। তাই খুব বেশি ভালো খেলেও অনেককে বিদায় নিতে হয়। উল্টোটাও ঘটে। পুরো ম্যাচে একটা সুযোগ, তাতেই বাজিমাত। একটি গোল কারও কাছে হতাশা, কারও উচ্ছ্বাস।
আসুন জেনে নেই কাতার বিশ্বকাপে কে কয়বার গোল উৎসবে মেতেছে...
তালিকায় সবার উপরে নামটা এককভাবে কারও নয়। সেখানে বসে আছেন দুজন। যে দুজন আছেন, ভীষণ অনুমেয় নাম। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনই চলতি আসরে করেছেন ৫টি করে গোল। ম্যাচও সমান ৬টি। মেসির চেয়ে এমবাপ্পে একটু এগিয়ে। প্রতি একটি গোল পেতে মেসির গড় সময় লেগেছে ১১৪ মিনিট, এমবাপ্পের ৯৫ মিনিট।
এই দুইজনের পর যিনি আছেন, তিনি আর্জেন্টিনার বিস্ময় বালক জুলিয়েন আলভারেজ। সেমিফাইনালে জোড়া গোল দেওয়া আলভারেজ ৬ ম্যাচে গোল করেছেন ৪টি। এখানে আলভারেজ একা নন। সঙ্গে আছেন ফরাসি তারকা অলিভিয়ের জিরুদ। তিনি অবশ্য এক ম্যাচ কম খেলেছেন। ৪ গোল দিতে তার লেগেছে ৫টি ম্যাচ।
তিনটি করে গোল পেয়েছেন ৭ জন। সুইজারল্যান্ডকে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেন পর্তুগালের গনসালো রামোস। রথী-মহারথীর ভীড়ে কাতার বিশ্বকাপের একমাত্র হ্যাটট্রিক তার দখলে। এর আগে পরে আরও তিন ম্যাচ খেললেও গোল পাননি রামোস।
৩ গোল দেওয়াদের তালিকায় বাকি ছয় জন হলেন- থিয়াগো মোরাতা (স্পেন), মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড), ভ্যালেন্সিয়া (ইকুয়েডর), শাকা (ইংল্যান্ড), রিচার্লিসন (ব্রাজিল), গ্যাটপো (নেদারল্যান্ডস)।