কোন কৌশলে মাঠে নামবে ফ্রান্স-আর্জেন্টিনা?
ফুটবল মাঠের খেলা। ২২ জনের প্রাণান্ত চেষ্টা দলকে জেতানোর। মাঠের হিরোদেরই সবাই মনে রাখে। তবে তাদের নিয়ে যারা বাজি খেলেন, সেই ডাগআউটের মাস্টারমাইন্ডদেরও নজরে রাখতে হয়, তা বেশ ভালোভাবে বুঝিয়েছেন এবারের ফাইনালে আসা দুই দলের কোচেরা।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে মাঠের বাইরে থেকে প্রতিনিয়ত ছক কষবেন এগিয়ে যাওয়ার। লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। লিওনেল স্কালোনি ও দিদিয়ের দেশম যারা ধরতে পারেন প্রতিপক্ষের স্নায়ুকে! পড়তে পারেন আক্রমণের ভাষা, রক্ষণের নিরবতা।
ফ্রান্সের দিকে তাকালে দেখা যাবে পুরো আসর তারা খেলেছে ৪-২-৩-১ ফর্মেশনে। সামনে রেখেছে অলিভিয়ের জিরুডকে। ৪ গোল করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তার পেছনে আছেন এমবাপ্পে, গ্রিজম্যানরা। এতে সাফল্য আসছে ফরাসি শিবিরে। ফাইনালেও অভিন্ন কৌশলে খেলার সম্ভাবনাই বেশি বর্তমান বিশ্বসেরাদের।
অপরদিকে আর্জেন্টিনা কোচ স্কালোনি সৌদি আরবের কাছে হারের পর প্রায় প্রতি ম্যাচেই বদলেছেন রণকৌশল। কখনও আক্রমণাত্মক, কখনও রক্ষণশীল, কখনও মাঝমাঠে খুঁটি। ৩-৫-৩, ৫-৩-২, ৪-৪-৩; প্রতিপক্ষ বুঝে বদল আনেন কৌশলে।
আজকের ফাইনালে মাঠে যেমন লড়াই হবে, মাঠের বাইরের নিরব লড়াইটাও জমজমাট হবে। তাদের নিরবতাই যে মাঠের সরবতার মূল চালিকাশক্তি।