বিশ্বজয়ের পথে মেসির যত রেকর্ড
লিওনেল আন্দ্রেস মেসি। আজকের পর এই নামটা উচ্চারিত হবে ফুটবলে সবার উপরে। সর্বকালের সেরার তর্কটা তিনি থামিয়েছেন, বলা ভালো থামিয়েছেন প্রবল বিক্রমে। একটা বিশ্বকাপ জিততে, জেতাতে সামর্থ্যের চেয়ে বেশি দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, বিশ্বকাপের সঙ্গে আরও অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। মেসির এই যাত্রাটায় এক নজরে চোখ বুলিয়ে আসা যাক
• লুসাইল স্টেডিয়ামে মাঠে নেমেই পেছনে ফেলেছেন বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসকে। ২৬ ম্যাচে মাঠে নেমে এককভাবে মেসিই এখন শীর্ষে।
• অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার রেকর্ড মেসির দেখলে। সেমিফাইনালে মাঠে নেমেই অবশ্য পেছনে ফেলেন ১৭ ম্যাচে অধিনায়কত্ব করা মার্কেজ ও ১৬ ম্যাচে করা দিয়েগো ম্যারাডোনাকে।
• বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকা ফুটবলারের নাম লিওনেল মেসি। ২৩১৪ মিনিট মাঠে থাকা মেসি এখানে পেছনে ফেলে আসেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনিকে। যিনি খেলেছেন ২২১৭ মিনিট।
• বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে ২১ গোলে প্রত্যক্ষ অবদান রেখেছেন মেসি। গোল করেছেন ১৩ টি। যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ফরাসি ফুটবলার জ্যঁ ফঁতে'র সঙ্গে। অ্যাসিস্ট ৮টি। অ্যাসিস্টে যৌথভাবে শীর্ষে আছেন মারাদোনার সঙ্গে।
• বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল এখন মেসির দখলে। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
• বিশ্বকাপ ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার- যিনি গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।
• বিশ্বকাপে সর্বোচ্চ ১১ ম্যাচে ম্যাচসেরা মেসি। এই কৃতিত্ব নেই আর কারোই। সদ্য শেষ হওয়া আসরে ম্যাচসেরা হয়েছেন ৫ বার। যা এক আসরে সবচেয়ে বেশি।