ফিলিস্তিনে দূতাবাস খুলছে চিলি
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে লাতিন আমেরিকান দেশ চিলি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক একথা ঘোষণা করেছেন। দূতাবাস খোলার বিষয়ে চিলির এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার বিষয়ে চিলির পরিকল্পনা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। কিন্তু তিনি বলেছেন, দূতাবাস খোলার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়রেখা নেই এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয়কেই বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে চিলি।
আল-জাজিরা বলছে, গত বুধবার সন্ধ্যায় চিলির রাজধানী সান্তিয়াগোতে শহরের বৃহৎ ফিলিস্তিনি সম্প্রদায়ের আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে চার্জ ডি অ্যাফেয়ার্স থেকে আমাদের সরকারি প্রতিনিধিত্ব আরো বাড়াতে যাচ্ছি। এখন আমরা ফিলিস্তিনে একটি দূতাবাস খুলতে যাচ্ছি।’
বৃহস্পতিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী ফিলিস্তিনিরা চিলির এই পদক্ষেপের ব্যাপক প্রশংসা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের সমর্থনে চিলি ও তার প্রেসিডেন্টের নীতিগত অবস্থান নিশ্চিত করছে।’