৪৪তম বিসিএসের আরবি ও ইসলামিক স্টাডিজের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি
৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার জন্য আরবি এবং ইসলামিক স্টাডিজ মডিউলের লিখিত পরীক্ষা ২০২৩ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রার্থীদের আরবি (১৩১) ও ইসলামিক স্টাডিজের (২০১) লিখিত পরীক্ষা শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত বিপিএসসি ৭১ অডিটোরিয়ামের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিপিএসসির আঞ্চলিক কার্যালয়ে এই দুটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না।
চলতি বছরের ২২ জুন ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশিত হয়। মোট ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হন। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।