মেট্রোরেলের উদ্বোধন করতে উত্তরায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মেট্রোরেলের শুভ উদ্বোধন করতে রাজধানীর উত্তরায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী উত্তরায় উদ্বোধনস্থলে পৌঁছান।
উদ্বোধনস্থলে পৌঁছেই তিনি ফলক উন্মোচন করে সুধী সমাবেশে অংশ নেন। প্রধানমন্ত্রী এখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় পদ্ধতির টিকিট কাউন্টার থেকে টিকেট কেটে মেট্রোতে চড়বেন। তিনিই হবেন এর প্রথমযাত্রী। মেট্রোরেলের প্রথম চালক একজন নারী, তার নাম মরিয়ম আফিজা।
উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত আছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের এমডি মন সিদ্দিক, এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, ঢাকায় নিযুক্ত নতুন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে প্রমুখ।