ফুটবল রাজার বিদায়ে শোকে স্তব্ধ রোনালদো
ব্রাজিল কিংবদন্তি পেলের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। স্বাভাবিকভাবেই শোকার্ত ফুটবল প্রেমীরা। ব্যতিক্রম নন ক্রিস্টিয়ানো রোনালদোও। ফুটবল রাজায় বিদায়ের ব্যথা নাড়া দিয়ে গেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ফুটবল তারকার মৃত্যুর খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকে আচ্ছন্ন এই যুগের তারকারাও
এর মধ্যে পেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে পর্তুগিজ লিখেছেন, 'ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে এদসন আরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। স্রেফ ‘বিদায়’ বলে চিরন্তন রাজা পেলের জন্য ফুটবল বিশ্ব এই মুহূর্তে যে ব্যথা অনুভব করছে, সেটা প্রকাশ করা যাবে না। কোটি মানুষের অনুপ্ররেণা। এক সঙ্গে কাটানো মুহূর্তগুলোয়, এমনকি দূরে থেকেও তিনি সব সময় আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তিনি সব সময় স্মরণে থাকবেন, আমাদের, ফুটবল প্রেমী স্মৃতিতে তিনি চির অম্লান। শান্তিতে ঘুমান, রাজা পেলে।'