বিএনপির গণমিছিল : সতর্ক অবস্থানে পুলিশ
আজ বিএনপির গণমিছিল। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি এই গণমিছিল। এ মিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইতিমধ্যেই নয়াপল্টনের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এদিকে বিএনপির গণমিছিলকে ঘিরে নয়াপল্টনে সর্তক অবস্থান নিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু পল্টনে নয়, রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার দুপুরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে চায়না টাউনের সামনে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। আর পশ্চিম পাশে নাইটিঙ্গেল মোড়েও ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া রাজধানীর ফকিরাপুলের মোড়, প্রেসক্লাব, শাহবাগ মোড় ও মগবাজার মোড়সহ অন্যান্য মোড়েও অবস্থান নিয়েছে পুলিশ।
জানতে চাইলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ‘আমরা পল্টনসহ আশপাশের মোড়ে অবস্থান নিয়েছি, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে।'