জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে তিন থানায় চার মামলা
রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে তিন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে।
শনিবার ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলায় জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে আনা হয়েছে।’
হায়াতুল ইসলাম খান গতকাল শুক্রবার বলেছিলেন, ‘জামায়াতে ইসলামী অনুমতি না নিয়েই গণমিছিল শুরু করে। এবং পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়।’
শুক্রবার জুমার নামাজের পর মৌচাক ও মালিবাগে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
জানা গেছে, এদিন দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতে ইসলামীর একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় প্রথমে পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।