নতুন বছরে ইতিবাচক রাজনীতির আশা ওবায়দুল কাদেরের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আশা করছি আগামী বছরটি আমাদের সকলের জন্যই ভালো হবে। বিরোধীদলও ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে।
রাজধানীর সেতুভবনে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদের কথা জানান ওবায়দুল কাদের। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন ও মেঘা প্রকল্পগুলার বিবরণ দিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছি।
ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর। চলতি বছরেও আমাদের বেশ কয়েকটি বড় প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এসব উন্নয়ন এখন দৃশ্যমান।
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সংকটকে সম্ভাবনার রূপ দিতে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা দেশকে উন্নয়নের অভিযাত্রার দিকে নিয়ে চলেছি।’