যৌন নিপীড়নে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক বরখাস্ত
যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চট্টগ্রাম কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ (সিসিসি)।
গতকাল সোমবার (২ জানুয়ারি) সিসিসির সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে রোববার (১ জানুয়ারি) শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছিল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘বর্তমানে সিসিসির শিক্ষা বিভাগে সংযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় শৃঙ্খলা পরিপন্থি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রাথমিক সত্যতা থাকায় সিসিসি চাকরি বিধিমালা-২০১৯-এর ৫৫ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, সব অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন বলছেন, তাঁকে পদ থেকে সরাতে একটি পক্ষ ‘বানোয়াট’ অভিযোগ তুলেছে।