হেটার্সদের মুখে প্রশংসা শুনছেন তৌসিফ
‘সবাই বলে কষ্টের রং নীল। আমিও সেটাই বিশ্বাস করতাম...’ এমন সংলাপে বছর শুরু করেছেন তৌসিফ মাহবুব। কষ্টের কথা দিয়ে বছর শুরু করা তৌসিফের পুরো বছরটা যে কষ্টে যাবে সেটা বলাই যায়, তাঁর বছরের প্রথম কাজ ‘কাজলের দিনরাত্রি’ দেখলেই। সত্য ঘটনা অবলম্বনে টেলিফিল্মটি নির্মাণ করছেন ভিকি জাহেদ।
তৌসিফ মাহবুবের গেল বছরের কাজের গ্রাফ দেখলেই আন্দাজ করা যায় নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন। একসময় যখন এক ঈদে নিজের ৫০টির অধিক নাটক মুক্তি পেত সেখানে এখন মানহীন কাজের সংখ্যা কমিয়ে মন দিয়েছেন গল্প নির্ভর কাজে।
বিষয়টা স্বীকার করে তৌসিফও বলছেন, ‘এখন যখনই কোন কাজ নিয়ে বসি তখনই সে বিষয়টা আমার মাথায় থাকে আর তাই যে কয়েকটা কাজই করেছি চেষ্টা করেছি শুধু মানস্মমত কাজগুলোর সঙ্গে নিজেকে যুক্ত রাখতে এবং দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে। পরিবর্তন বলতে এখন হেটার্সদের মুখেও কাজের প্রশংসা শুনছি। আমার কথা অনুযায়ী আমি শুধু চেষ্টা করেছি। তবে কতটা সফল হয়েছি সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন।’
আপনার এই চেষ্টায় তো ভিউ কমে যাচ্ছে আপনার সেটা কিভাবে দেখছেন? অভিনেতার এখনকার ভাষ্য, ‘ভিউ কিন্তু কখনোই কাজের মানদন্ড না। ভিউ শুধু একটা সংখ্যা মাত্র। হ্যাঁ, এটা ঠিক ট্রেন্ডি কাজগুলোর যতটা ভিউ হয় কোয়ালিটিফুল কাজগুলোর অনেক ক্ষেত্রেই তা হয় না। তার মানে কিন্তু কাজটিকে এড়ানো যায় না। যখন ভিউয়ের জন্য কাজ করেছি তখন সবাই মানহীন বলতো। কিছু পেতে গেলে কিছু হারাতেই হবে। আর তাই মানসম্মত কাজগুলোর ভিউ বাড়ানোই এখন আমার টার্গেট।’