ডেঙ্গুতে আরও ৪৯ জন আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৯ জন এবং ঢাকার বাইরে ৩০ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে আজ বুধবার (৪ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২১২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১০২ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১১০ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১৭৬ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৭৯ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৯৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।